এশিয়ান গেমসের দল ঘোষণা ভারতের, নেতৃত্বে সুনীল ছেত্রী

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। দল গঠন নিয়ে চলতে থাকা বিবাদ সুরাহা হল। আর এরসঙ্গে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল এআইএফএফ। ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

সুনীল ছেত্রীকে অধিনায়ক হিসাবে রেখেই এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ফেডারেশন। মোট ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তাতে সুনীল ছেত্রী ছাড়া নিয়মিত জাতীয় দলের আর কোনো তারকা নেই। ক্লাব এবং জাতীয় দলের টানাপোড়েনে একাধিক পরিচিত মুখকে রাখতে চেয়েও রাখা যায়নি।

উল্লেখযোগ্য ভাবে, এই দলের মধ্যে কলকাতার দুই প্রধান থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে সুমিত রাঠি সুযোগ পেয়েছেন। ইস্টবেঙ্গল থেকে কেউ সুযোগ পাননি।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দর গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবেহ অঞ্জুকান্দন, আয়ুশ দেব ছেত্রী, ব্রেসি মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরত সিং, অনিকেত যাদব।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে