কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা!

কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। শুধু চ্যাম্পিয়ন হল না, কোপার ইতিহাসে সবথেকে বেশি খেতাবের মালিক হল লিওনেল মেসি, দিয়োগো মারাদোনার দেশ। তারা ১৬ বার জিতেছে কোপা। মোট ১৪ বার রানার্স-আপ হয়েছে।

প্রথমার্ধে গোল শূন্যই রয়ে যায় কলম্বিয়া – আর্জেন্টিনার ম্যাচ। তবে আক্রমণ – প্রতি আক্রমণ অব্যাহত ছিল। ৮৭ মিনিটের মাথায় দুর্দান্ত একটি সুযোগ পায় আর্জেন্টিনা। এ বারও গোল হয়নি। খেলা ধীরে ধীরে টাইব্রেকারের দিকে এগোচ্ছিল। শেষমেশ ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন আর্জেন্টিনার লাউতারো। 

উল্লেখযোগ্য ভাবে, কলম্বিয়ার বিরুদ্ধে কোপা ফাইনালে গোল পাননি মেসি। ৩৬ মিনিটের মাথায় শট মারতে গিয়ে চোট পান মেসি। বেশ কিছুক্ষণ পড়ে থাকেন তিনি। পরে আবার মাঠে নামলেও একটু খোঁড়াচ্ছিলেন মেসি। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। কোনও ভাবেই আর খেলা চালাতে পারেননি তিনি।

ম্যাচের ৬৬ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মেসি। রীতিমতো কাঁদতে দেখা যায় এমএলটেন-কে। ফাইনালে খেলতে না পারার যন্ত্রণা তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল। মেসি ওঠার পরে কাঁদতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদেরও।

প্রসঙ্গত, এতদিন সর্বাধিক কোপা আমেরিকা জয়ের তালিকার শীর্ষে যুগ্মভাবে ছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। দুটি দলই ১৫ বার করে কোপা আমেরিকা জিতেছিল। তবে এ জিততে উরুগুয়েকে ছাপিয়ে গেল আর্জেন্টিনা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে