দু’দিনের সফরে কলকাতায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

কলকাতা: শহরে এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিমানবন্দরে মার্টিনেজকে অভ্যর্থনা জানাতে উপস্থিত শয়ে শয়ে ভক্তরা। শহরে একাধিক ইভেন্টে অংশ নেবেন তিনি।

শহরে পা রেখেই খুশি মার্টিনেজ। কলকাতার ফুটবলপ্রেমীদের অভ্যর্থনায় আপ্লুত মার্টিনেজ। অসংখ্য সমর্থক আর্জেন্টিনার পতাকা নিয়ে, জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কলকাতায় এসে মার্টিনেস জানান, এখান এসে তিনি খুবই উত্তেজিত এবং আনন্দিত। বলেন, “কলকাতার মানুষ ফুটবল পাগল। সেটা বুঝতে পারছি। এত সমর্থক এখানে এসেছেন। এটাই বুঝিয়ে দেয় যে তারা কতটা ফুটবল ভালবাসেন। মোহনবাগান ক্লাবে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করিনি কলকাতা এসে আমি এত সমর্থন পাব।”

মঙ্গলবার থেকে শুরু তার মূল কর্মসূচি। মঙ্গলের দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সেখানে নিজের গল্প শোনাবেন তিনি। বিকেলে মোহনবাগান মাঠে আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারকটি তুলে দেওয়া হবে তাঁর হাতে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে