সূর্যকুমার অধিনায়ক, সহ-অধিনায়কের ভূমিকায় শুভমন—ঘোষিত এশিয়া কাপের ভারতীয় দল

এশিয়া কাপের জন্য ঘোষণা হল ভারতীয় দল। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর জানালেন, সূর্যকুমার যাদবই থাকছেন অধিনায়ক। আর তাঁর সহ-অধিনায়ক হলেন টেস্ট দলের নেতা শুভমন গিল।

দল ঘোষণার নির্ধারিত সময় ছিল দুপুর দেড়টা। তবে মুম্বইয়ের প্রবল বৃষ্টিতে বৈঠক পিছিয়ে যায়, প্রায় দেড় ঘণ্টা পরে প্রকাশিত হয় ১৫ জনের স্কোয়াড।

শুভমনের প্রত্যাবর্তন

প্রথমবার সূর্যকুমার অধিনায়ক হলে শুভমন ছিলেন তাঁর ডেপুটি। কিন্তু গত দু’টি সিরিজে তাঁকে পাওয়া যায়নি, দায়িত্ব গিয়েছিল অক্ষর পটেলের হাতে। এবার ফের পুরনো ভূমিকায় ফিরলেন শুভমন।

দলে জায়গা পেলেন কারা?

স্কোয়াডে থাকছেন হার্দিক পাণ্ড্য, শিবম দুবে ও অক্ষর পটেলের মতো অলরাউন্ডাররা। স্পিন বিভাগে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিনজন বিশেষজ্ঞ পেসার—জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও তরুণ হর্ষিত রানা।
ব্যাটিং বিভাগে নির্বাচকদের আস্থা কুড়িয়েছেন কেকেআরের রিঙ্কু সিংহ। উইকেটকিপার হিসেবে আছেন সঞ্জু স্যামসন, তাঁর সঙ্গে দ্বিতীয় বিকল্প হিসেবে ডাক পেয়েছেন জিতেশ শর্মা।

কারা বাদ গেলেন?

সবচেয়ে বেশি আলোচনায় যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ারের বাদ পড়া। যশস্বীকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হলেও শ্রেয়স ও রিয়ান পরাগকে রাখা হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং যশস্বীর নাম রয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

নির্বাচকের ব্যাখ্যা

দু’জনের বাদ যাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই আগরকর বলেন,
“যশস্বীর না থাকা দুঃখজনক। ওর পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন। তবে দল তৈরিতে সীমাবদ্ধতা থাকে। এক জনকে বসাতেই হত।”

সামনে সূর্য-শুভমন যুগল

আগামী এশিয়া কাপেই প্রথমবার সূর্যকুমার যাদব এবং শুভমন গিল একসঙ্গে নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে। নতুন যুগলের কৌশল ও পারফরম্যান্স নিয়েই এখন মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে