অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ছবি : বিসিসিআই-এর এক্স হ্যান্ডেল থেকে

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুটা দুর্দান্ত করে সূর্যকুমার যাদবের দল। অভিষেক শর্মার আগুনে ব্যাটিংয়ে মাত্র ৬.২ ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ৭৭ রান। শুভমন গিল (২৯) কিছুটা সঙ্গ দিলেও তিনিই প্রথম উইকেট হারান ভারত। পরে শিবম দুবে (২) দ্রুত আউট হন। তবে অভিষেক শর্মা নিজের ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন। মাত্র ৩৭ বলে ৭৫ রান করেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছয়।

অভিষেকের আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিং ভেঙে পড়তে থাকে। হার্দিক পাণ্ড্য (৩৮) কিছুটা চেষ্টা করলেও ২০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ১৬৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে ভারতের বোলিংয়ের সামনে। ওপেনার সইফ হাসান একাই লড়াই চালিয়ে যান। তিনি করেন ৫১ বলে ৬৯ রান। তাঁকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন (২১)। এই দু’জন বাদে আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ৯ জন ব্যাটারের সম্মিলিত অবদান মাত্র ২৮ রান। ফলে ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব ৩টি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। তিলক বর্মা ও অক্ষর পটেল দখল করেন ১টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান অভিষেক শর্মা।

এই জয়ের ফলে ভারত নিশ্চিত করল এশিয়া কাপের ফাইনালের টিকিট। বৃহস্পতিবার পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে নির্ধারণ হবে কে ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী হবে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে

ভারত বনাম পাকিস্তান: দাপুটে শুরু, মাঝপথে ধাক্কা, শেষ পর্যন্ত জয়ের হাসি ভারতের