বৃহস্পতিবার দিনের শুরুতেই সোনা এল ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টের শীর্ষে থাকার পরে এশিয়ান গেমস ২০২৩-এর ভারতের ষষ্ঠ স্বর্ণপদক জিতলেন ভারতীয় শুটার সরবজ্যোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল।
সরবজ্যোত, অর্জুন এবং চিমা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। শুধু তাই নয়, সরবজ্যোত সিং এবং অর্জুন সিং চিমা যথাক্রমে পঞ্চম এবং অষ্টম যোগ্যতা অর্জনের পরে পৃথক পদকের দিকেও নজর রেখেছেন।
এর আগে, উশু তারকা রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি ফাইনালে রুপো জিতেছেন। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে।