এশিয়ান গেসম ক্রিকেটের সেমিফাইনালে ভারত, নয়া রেকর্ড যশস্বীর

এশিয়ান গেমসের ক্রিকেটে এই প্রথম খেলছে ভারত। মেয়েদের ক্রিকেট সোনা এসেছে। এ বার সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। নেপালকে ২৩ রানে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করে ২০২ রান করে ভারত। নেপাল করে ১৭৯ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ওপেন করতে নেমে ঋতুরাজ ও যশস্বী জুটি করল ১০৩ রান। যশস্বী করলেন সেঞ্চুরি। নজর কাড়লেন ও রিঙ্কু সিং-ও। যশস্বী আউট হওয়ার পরে মাঠে নামেন রিঙ্কু। তিনি ১৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ভারত করে ২০২ রান। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান করে নেপাল।

৪৯ বলে সেঞ্চুরি করার জন্য যশস্বী মেরেছেন ৮টা চার ও ৭টা ছয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছিলেন শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুল, সুরেশ রায়নার। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। ২১ বছর ২৭৯ দিনে এই রেকর্ড করে ফেললেন।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে