এটিকে মোহনবাগান – ২ (লিস্টন, শুভাশিস)
নর্থ ইস্ট ইউনাইটেড – ১ (ইভান্স)
নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে এল মোহনবাগান। ৫ ম্যাচে এখন তাদের পয়েন্ট ১০। এ দিকেও ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল এফসি গোয়া। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি।
৩৪ মিনিটে মোহন বাগানকে এগিয়ে দেন লিস্টন। বোমাসের থ্রু ধরে জাল কাঁপাতে ভুল করেননি গোয়ান ফুটবলারটি (১-০)। শেষ ১০ মিনিটে চাপ বাড়ায় নর্থইস্ট। ৮১ মিনিটে জনের কর্নারে ফ্লাইং হেডে ১-১ করেন অ্যারন। ৮৯ মিনিটে দিমিত্রির সেন্টারে শুভাশিসের হেডে আসে জয়সূচক গোল (২-১)।
এ দিন একাধিক সুযোগ তৈরি করেছিল বাগান। বিশে। করে দ্বিতীয়ার্ধে। কিন্তু একের পর এক সুযোগ তারা নষ্ট করে। ফলে এটিকে মোহনবাগান এ দিন জিতলেও, তারা যে হারে গোলের সুযোগ নষ্ট করেছে, সেটা চিন্তায় রাখবে জুয়ান ফেরান্দোকে। শেষ মুহূর্তে শুভাশিস গোল না করলে বড়ো ধাক্কা খেত বাগান।