কলকাতা: ইডেন গার্ডেন্সে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ আজ, শনিবার (২৮ অক্টোবর)। মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
বাংলাদেশ শিবির এমনিতে চাপে রয়েছে। বাংলাদেশ পাঁচ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। লিগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে তারা। ম্যাচটি ডাচ দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারা পয়েন্ট টেবিলের একেবারে নীচে রয়েছে। তবে তারাও ২ পয়েন্ট পেয়েছে। লিগ তালিকায় শেষের দিকে থাকা এই দুই দলের মধ্যে যে হারবে, তার সেমিফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে। সে দিক থেকে দশম স্থানে থাকা নেদারল্যান্ডসেরই বিপাকে পড়ার সম্ভাবনা বেশি।
এ দিকে, ইডেনের পিচে রানের ফোয়ারা হওয়ার আশ্বাস দিচ্ছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ইডেনের পিচ এখন পেস সহায়ক। বল ভাল ব্যাটে আসে। বিশ্বকাপেও তেমনটাই হবে বলে জানালেন সুজন। তিনি বলেন, “এই পিচ খুব বেশি পরিবর্তন হবে না। তাই টস জিতলে বাড়তি কোনও সুবিধা নেই। পিচে বাউন্স থাকবে। ব্যাটারদের সুবিধা হবে। পিচ খুব বেশি ভাঙবে না।”
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে মোট পাঁচটি ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের পর ৩১ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে এই ভেন্যুতেই খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল। এর পর আগামী ৫ নভেম্বর বড় ম্যাচ। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্যায়ে ইডেনে আয়োজিত শেষ ম্যাচটি ১১ নভেম্বর খেলা হবে। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান ক্রিকেট দল। এছাড়া আগামী ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি এই ভেন্যুতে আয়োজন করা হবে।