লর্ডসে ব্যাটিং বিপর্যয়, ১৭০ রানে অলআউট হয়ে টেস্ট সিরিজে ফের পিছিয়ে পড়ল ভারত

শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা করেও লর্ডসে ভারতকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাডেজা। ব্যর্থ হলেন শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থরাও। ১৯৩ রানের লক্ষ্য ছোঁয়ার আগেই ১৭০ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ২২ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড।

চূড়ান্ত দিনে ভারতের দরকার ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট। ম্যাচ ছিল টানটান। কিন্তু দিনের প্রথম ঘণ্টাতেই ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। মাত্র ৮২ রানের মধ্যেই পড়ে যায় ৭ উইকেট। স্টোকস, আর্চার, ওকসদের সুইংয়ে জর্জরিত হন রাহুল (৩৯), পন্থ (৯), ওয়াশিংটন (০)। লড়াই করার চেষ্টা করেছিলেন জাডেজা (৬৭) ও বুমরাহ (৫), নবম উইকেটে তোলেন ৩৫ রান, কিন্তু শেষরক্ষা হয়নি।

নীতীশ রেড্ডি (১৩) ও সিরাজ (৩০ বলের ধৈর্য) চেষ্টা করলেও ভারতের হার আটকাতে পারেননি। রাহুল আউট হওয়ার পর থেকেই ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে গিয়েছিল। এই ইনিংসেও ব্যর্থ গিল, জয়সওয়াল, করুণদের পারফরম্যান্স বড় প্রশ্ন তুলে দিল।

এই হারের ফলে লর্ডস টেস্ট ভারতের হাতে থেকে ফসকে গেল। জাডেজার দুর্দান্ত লড়াইও শেষপর্যন্ত হারকে আটকাতে পারল না।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে