টি-টোয়েন্টির নির্বাচক কমিটিতে কাটছাঁটের পর আরও একটি বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দলে নতুন অধিনায়ক আনার পাশাপাশি দলের জন্য আলাদা প্রধান কোচ নিয়োগের কথা চলছে।
বর্তমানে, তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের কোচিং করছেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, শীঘ্রই দেখা যাবে যে দ্রাবিড়ের কাজ টেস্ট এবং ওয়ানডেতে সীমাবদ্ধ থাকবে। টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক ফলের পর এখন সম্পূর্ণ ভিন্ন ভাবে এই ফরম্যাট চালানোর কথা ভাবছে বোর্ড।
ইনসাইডস্পোর্টের মতে, বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, “আমরা এ ভাবে হারের পর হারের মুখোমুখি হতে চাই না। ফলে নতুন কোনো সুযোগ কাজে লাগাতে চাই না। আমরা রোহিত শর্মার সঙ্গে আলোচনা করছি এবং তাঁকেই টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে।”
অন্য দিকে, টি-টোয়েন্টিতে আলাদা কোচের ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, “কোনো সন্দেহ নেই যে তিনি (রাহুল) একজন কিংবদন্তী, কিন্তু এই মুহূর্তে তাঁর উপর অনেক বোঝা রয়েছে। আমরা সেটাই কমাতে চাই। আমরা শীঘ্রই তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা বলব”।