দ্বিতীয় সিজনের জন্য মঞ্চ প্রস্তুত। আজ বুধবার ইডেন গার্ডেনসে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫-এর। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পরিষদ দেবাশীষ কুমার, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সাধারণ সম্পাদক নরেশ ওঝা, প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা।
উদ্বোধনীর শুরুতেই জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান তাঁর মনোমুগ্ধকর গানে মুগ্ধ করলেন গোটা ইডেন। গোটা মঞ্চ যেন পরিণত হল এক উল্লাসময় উৎসবমুখর ময়দানে।
খেলার উত্তাপ শুরু
উদ্বোধনের পরে মাঠে নামল আজকের প্রথম ম্যাচের দুই দল—
সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম মুর্শিদাবাদ কিংস।
প্রতিযোগিতার উত্তেজনা শুরুতেই তুঙ্গে। আগামী ম্যাচগুলোর দিকেও চোখ থাকছে রাজ্যবাসীর।
আরও উন্মাদনার অপেক্ষায় মহিলা লিগ
১২ জুন থেকে শুরু হচ্ছে মহিলা টি২০ লিগ, যার সূচনা হবে জেএইচ ইউ সল্ট লেক ক্যাম্পাসে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুর্শিদাবাদ কুইন্স ও হারবার ডায়মন্ডস। মহিলা ক্রিকেটারদের প্রতিভাও এবারের আসরে নজর কাড়বে বলেই আশা আয়োজকদের।
এবারের আটটি ফ্র্যাঞ্চাইজি:
- সোবিস্কো স্ম্যাশার্স মালদা
- আদামাস হাওড়া ওয়ারিয়র্স
- সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স
- হারবার ডায়মন্ডস
- শ্রাচি রাঢ় টাইগার্স
- লাক্স-শ্যাম কলকাতা রয়্যাল টাইগার্স
- মুর্শিদাবাদ কিংস/কুইন্স
- রশ্মি মেদিনীপুর উইজার্ডস
ফিনালে ২৮ জুন
পুরুষ ও মহিলা উভয় বিভাগেই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৮ জুন ২০২৫, ইডেন গার্ডেনসে। দিনটি হয়ে উঠবে ক্রিকেট, সংস্কৃতি ও কমিউনিটি স্পিরিটের এক মিলনমেলা।
স্পনসরশিপ
এই বছর ক্যাম্পাস যুক্ত হয়েছে অফিসিয়াল টাইটেল স্পনসর হিসেবে, যা প্রতিযোগিতার গ্ল্যামার, পেশাদারিত্ব ও উত্তেজনা অনেকটাই বাড়িয়ে তুলেছে।