ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে বেঙ্গালুরু এফসি

সাধনা দাস বসু: ওদেই ওনাইন্দিয়া জাবালার আত্মঘাতী গোল বেঙ্গালুরু এফসি-কে পৌঁছে দিল ১৩১তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে!

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে, দ্বিতীয় সেমিফাইনালের খেলায় শুরু থেকেই বেঙ্গালুরু এফসি ও হায়দরাবাদ এফসি-র মধ্যে চলেছিল হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। খেলা শুরুর কিছুক্ষণ পরেই বেঙ্গালুরু এফসি-র পরাগ শ্রীবাসকে হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু খেলার ৩১ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন হায়দরাবাদের ডিফেন্ডার ওবেই ওনাইন্দিয়া।

তবে এই গোলের পুরো কৃতিত্ব রয় কৃষ্ণার। প্রবীর দাসের কাছ থেকে বল পেয়ে তিনি যে ভাবে হায়দরাবাদের রক্ষণে ঢুকে পড়েছিলেন , তাতে গোল হয়তো হতোই। প্রথমে রেফারি রয় কৃষ্ণার নামেই গোল দিয়েছিলেন। পরে দেখা যায় বিপক্ষ ডিফেন্ডারের পায়ে বল লেগেছিল।

এই গোলের পর হায়দরাবাদ এফসি মরিয়া হয়ে চেষ্টা চালায়। অগবেচে গোল করার দু’টি সুযোগ নষ্ট করেন। তবে কোনো পক্ষই আর গোল করতে পারেনি। বেঙ্গালুরু এফসি ১-০ গোলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে ফাইনালে ওঠে।

রবিবার ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

আরও পড়ুন: ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মুম্বই সিটি এফসি

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে