চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠে দিল্লির কাছে লজ্জার হার আরসিবির। শুরুতে ফিল সল্টের তাণ্ডবেও বড় রানে পৌঁছতে ব্যর্থ বেঙ্গালুরু। তারপর বল হাতে ভালো শুরু করেও কেএল রাহুল ও ত্রিস্তান স্টাবসের জুটির সামনে ধসে পড়ে বোলিং লাইনআপ।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি। ৩.৫ ওভারে ফিল সল্টের ৩৭ রানে ঝড়ো শুরু করে আরসিবি। তবে সল্টের রানআউটের পরেই ছন্দপতন। কোহলি, পাড়িক্কল, লিভিংস্টোন, জীতেশ— কেউই দাঁড়াতে পারেননি। রজত পাতিদারের ২৫ ও টিম ডেভিডের ৩৭ রানে কোনওক্রমে ১৬৩ পর্যন্ত পৌঁছায় স্কোর।
দিল্লির জবাবে শুরুতেই ধাক্কা খায় দল— ৩০ রানে ৩ উইকেট। তবে তারপরেই দৃশ্যপট বদল। রাহুল ও স্টাবস গড়ে তোলেন অনবদ্য জুটি। রাহুল ৫৩ বলে অপরাজিত ৯৩ রান করেন (৭ চার, ৬ ছয়)। স্টাবস করেন অপরাজিত ৩৮।
১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লি। দুর্বল ব্যাটিং ও মাঝপথে ছন্দ হারানোর খেসারত দিতে হল আরসিবিকে।