বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রথম জয়, রাজস্থানকে হারাল ১১ রানে

বিরাট কোহলির ঝকঝকে ইনিংস, জশ হ্যাজেলউডের আগুনে বোলিং—সব মিলিয়ে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ঘরের মাঠে মরসুমের প্রথম জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ রানের জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে উঠে এল তিনে।

টস হেরে ব্যাট করতে নেমে ২০৫ রান তোলে আরসিবি। বিরাট করেন ৪৪ বলে ৭০। দেবদূত পাড্ডিকলের ব্যাট থেকে আসে ৫০ (২৭ বল)। ফিনিশিং টাচ দেন টিম ডেভিড (২২) ও জিতেশ শর্মা (২০)। যদিও শেষের দিকে দ্রুত উইকেট পড়ায় গতি হারায় স্কোরবোর্ড।

জবাবে রাজস্থান শুরু করে ঝড়ের গতিতে। যশস্বী জয়সোয়ালের ব্যাট থেকে আসে ১৯ বলে ৪৯। ৮ ওভারে স্কোর পৌঁছায় ১০০-র ঘরে। কিন্তু মাঝের ওভারে উইকেট হারাতে থাকায় ধীরে ধীরে ম্যাচ হাতছাড়া হয়। ধ্রুব জুরেল লড়াই চালালেও (৪৭), জশ হ্যাজ়েলউডের স্ট্রাইক বোলিংয়ে হার মানে রাজস্থান। হ্যাজেলউড নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৪ রানে থামে রাজস্থান।

এই নিয়ে টানা ৫ ম্যাচে হার রাজস্থানের। অপরদিকে ঘরের মাঠে দারুণ জয় পেয়ে চনমনে বেঙ্গালুরু শিবির।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে