৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর ২৯৫টি পদক, মাদকাসক্ত চুরি করেছিল, জানাল পুলিশ

হুগলি: ৪৮ ঘণ্টার মধ্যেই চমকপ্রদ সাফল্য পুলিশের। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি হওয়া ২৯৫টি পদক রবিবার উদ্ধার করল চন্দননগর কমিশনারেট ও সিআইডি। সঙ্গে উদ্ধার হয়েছে দুটি শিব ও বুদ্ধ মূর্তি। তবে রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পদ্মশ্রীর মূল পদকটি চুরি যায়নি বলেই জানিয়েছেন বুলা। সেটি তাঁর কলকাতার বাড়িতে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ডিসি অর্ণব বিশ্বাস জানান, রিষড়ার বাসিন্দা কৃষ্ণ চৌধুরী নামে এক মাদকাসক্ত চোর বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে ১২ থেকে ১৪ অগস্টের মধ্যে চুরি করে পদক এবং শৌচাগারের ট্যাপ। পদকগুলি ধাতব হওয়ায় তা বিক্রি করে নেশার টাকা জোগাড় করার পরিকল্পনা ছিল তাঁর। পরে জেরা করে পুলিশ পদকগুলি উদ্ধার করে।

পদক ফিরে পেয়ে আবেগে ভেসে ওঠেন বুলা চৌধুরী। তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি। এই পদকগুলো আমার জীবনের ঘাম, পরিশ্রম আর সাফল্যের প্রতীক। এগুলো অমূল্য।”

১৯৭৯ থেকে ১৯৯৫ পর্যন্ত তাঁর জেতা সমস্ত পদকই ওই ক্যাবিনেটে রাখা ছিল। এর মধ্যে ছিল কাঠমান্ডু ও কলম্বোতে আয়োজিত দুটি সাফ গেমসে জেতা ১০টি সোনার পদকও।

পুলিশ সূত্রে খবর, চুরির সময় প্রথমে কয়েকটি জিনিস নিয়ে গিয়েছিল অভিযুক্ত। পরে বাড়ি ফাঁকা দেখে আবার ঢুকে বাকিগুলো নিয়ে যায়। এর আগে ২০১৪ সালে একই বাড়িতে সাত মাসের ব্যবধানে দু’বার চুরি হয়েছিল।

প্রসঙ্গত, বুলা চৌধুরী ওই বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা করছিলেন। তবে পরপর চুরির ঘটনায় সেই পরিকল্পনা নিয়ে পুনর্বিবেচনা শুরু করেছেন তিনি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে