প্রথম পাতা খেলা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, রোহিত অধিনায়ক

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, রোহিত অধিনায়ক

232 views
A+A-
Reset

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) শনিবার, ১৮ জানুয়ারি মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।

দলে খুব বেশি পরিবর্তন নেই, তবে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে যশস্বী জয়সওয়াল প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। একই সঙ্গে পুনর্বাসনে থাকা কুলদীপ যাদব-ও স্কোয়াডে ফিরেছেন। পেস আক্রমণে রয়েছেন মহম্মদ শামি, অর্জদীপ সিং এবং বুমরাহ, তবে মহম্মদ সিরাজ বাদ পড়েছেন, যা বিস্ময়ের বিষয়।

অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, যদি বুমরাহ খেলতে না পারেন, তবে নতুন বলে এবং ডেথ ওভারে অর্জদীপ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। শামি থাকবেন তাঁর সঙ্গী হিসেবে। এই কারণেই সিরাজকে স্কোয়াডে রাখা হয়নি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ (ফিটনেস শর্তসাপেক্ষ), কুলদীপ যাদব।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, অর্জদীপ সিং, মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা, কুলদীপ যাদব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.