সৌদি আরবের কাছে হার, এশিয়ান গেমস থেকে বিদায় ভারতীয় ফুটবল দলের

সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরে এ বারের এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারত। ভারতের মহিলা ফুটবল দল আগেই বিদায় নিয়েছে। এ বার সুনীল ছেত্রীরাও বিদায় নিলেন।

এশিয়ান গেমসের ফুটবলে ১৩ বছর পরে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামে ভারত। বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১০২তম স্থানে থাকা ভারতের প্রতিদ্বন্দ্বী ছিল র‍্যাঙ্কিং-এ ৫৭তম স্থানে থাকা সৌদি আরব। বৃহস্পতিবার হ্যাংঝাউয়ের হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজিত ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের দুটি গোলে হেরে গেল ভারত।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে অচলাবস্থা কাটায় সৌদি আরব। দক্ষিণ দিক থেকে মোহম্মদ আবু আল শমত ক্রস বাড়ান ভারতের বক্সে থাকা খলিল মারানের দিকে। মারান সেই বল ধরে হেড দিয়ে গোল করেন। ৬ মিনিট পরে আবার গোল। এবং মারানের দ্বিতীয় গোল। ভারতের বক্সে বল পেয়ে মারান গোলকিপার ধীরাজকে তাঁর দিকে টেনে আনেন। ধীরাজের বাঁ দিকে জায়গা ছিল। সেই জায়গা কাজে লাগিয়ে মারান ভারতের জালে বল জড়িয়ে দেন।

এর পরেও সৌদি আরব গোলের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। বারবার তারা ভারতের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলেই জেতে তারা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে