আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ তে নিজেদের দ্বিতীয়তম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানকে মাত্র ২৪১ রানে অলআউট করে দিল ভারত।
দুবাইয়ে অনুষ্ঠিত এ দিনের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ রানে ২ উইকেট হারানোর পর, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শাকিল ৬২ রান করেন, আর রিজওয়ান ৪৬ রান করেন। তবে এই দুজন আউট হওয়ার পর পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে এবং ২৫০ রানের আগেই গুটিয়ে যায়।
ভারতের হয়ে কুলদীপ যাদব ছিলেন সেরা বোলার, ৪০ রানে ৩ উইকেট নেন তিনি। হার্দিক পান্ডিয়া ৩১ রানে ২ উইকেট পান, আর অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানা ১টি করে উইকেট দখল করেন।