একদিকে যখন রাজ্যের বুকে ঘটে যাওয়া কিছু অবাঞ্ছিত ঘটনাকে সামনে রেখে নতুন করে কোমর বাঁধছে বিরোধীরা, নতুন করে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিগুলোকে, ঠিক এমন এক মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ফের একবার বিরোধী ঐক্যের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এই লক্ষ্যে বিরোধী দলের নেতা এবং অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সম্মিলিতভাবে একটি বৈঠকের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি একটি চিঠি দিয়েছেন আর এই চিঠিতে বিজেপি এবং মোদিকে তীব্র আক্রমণ করেছন বাংলার মুখ্যমন্ত্রী। দেশের সমস্ত বিরোধী নেতা ও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে বৈঠকে বসার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর সেই কাজে মোদীর সহায় ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিয়ে বিরোধী স্বর নির্মূল করতে চাইছে বিজেপি সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার এই অভিযোগকে সামনে রেখে সমস্ত বিরোধী দলের নেতা এবং অ-BJP শাসিত রাজ্যের মোদী বিরোধী মুখ্যমন্ত্রীদের সমবেত বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
চিঠিতে মমতা লিখেছেন, ‘আমি সকলের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমরা একজোট হয়ে একটি বৈঠকে বসি। দেশের গণতন্ত্রের উপর হামলা করছে বিজেপি। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, সিভিসি, ইনকাম ট্যাক্স বিভাগকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তাই সময়ের দাবি মেনে এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে সমস্ত প্রগতিশীল শক্তিগুলিকে জোট বাঁধতে হবে।’ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ নির্বাচনের সময়ও অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোকে। সার্বিকভাবে তাঁর এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।