প্রথম পাতা খেলা কমনওয়েলথ গেমসে পঞ্চম পদক ভারতের, সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা

কমনওয়েলথ গেমসে পঞ্চম পদক ভারতের, সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা

341 views
A+A-
Reset

কমনওয়েলথ গেমস ২০২২ -এ ভারতের পদক জয় অব্যাহত। রবিবার পদকের সংখ্যা পৌঁছালো পাঁচে। এ দিন ভারোত্তোলনে দেশকে সোনা এনে দিলেন জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)।

পুরুষদের ৬৭ কেজি ভারোত্তোলন বিভাগে মোট ৩০০ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে সোনা জিতলেন জেরেমি। স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় তিনি ১৩৬ কেজি ভার তোলেন। দ্বিতীয়বার ১৪০ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে অনন্য নজির গড়েন তিনি।

তৃতীয় চেষ্টায় ১৪৩ কেজি ভার তুলতে ব্যর্থ হন তিনি। আবার ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় ১৫৪ কেজি ওজন তোলেন জেরেমি। দ্বিতীয়বার তোলেন ১৬০ কেজি। এখানেও তৃতীয় প্রচেষ্টায় ১৬৫ কেজি ভার তুলতে ব্যর্থ হন। ফলে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩০০ কেজি ভার তুলে সোনা জেতেন জেরেমি। যা কমনওয়েলথে নয়া রেকর্ড।

সূত্র : পিটিআই

খেলার খবরের আপডেট পেতে যান https://www.newsonly24.com/category/sports/

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.