Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শিকেয় দূরত্ববিধি, ভারত-ইংল‍্যান্ড দ্বিতীয় টেস্টের টিকিটের হাহাকার, ভিড়ের চাপে বেহুঁশ ক্রিকেটপ্রেমী - NewsOnly24

শিকেয় দূরত্ববিধি, ভারত-ইংল‍্যান্ড দ্বিতীয় টেস্টের টিকিটের হাহাকার, ভিড়ের চাপে বেহুঁশ ক্রিকেটপ্রেমী

ওয়েবডেস্ক : ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে দর্শকদের মাঠে আসার অনুমতি মিলেছে। চিপক স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। আর সেই টেস্টের টিকিট সংগ্রহের জন্য উপচে পড়ল ভিড়।

সামাজিক দূরত্ব বিধিকে চুলোয় পাঠিয়ে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের টিকিটের জন্য হাহাকার চেন্নাইয়ে। ক্রিকেট প্রেমীদের বিশাল লম্বা লাইন। কাউন্টার থেকে টিকিট পেতে চিপকের বাইরে ঠাসা ভিড়।

শনিবার থেকে চিপকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। পঞ্চাশ শতাংশ দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে ম্যাচ দেখতে পারবেন। করোনা আমলের পর ভারতে এই প্রথম মাঠে দর্শক রেখে খেলা হবে। খুব স্বাভাবিক ভাবেই টিকিটের জন্য তৈরী হয়েছে হাহাকার।

আরও পড়ুন : চেন্নাই টেস্টে হার, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ বিরাটদের

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সব টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। কিন্তু তাতে কী? সেই অনলাইন টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়ে যায় চিপকের বাইরে। এবং সেখানে কোনও সামাজিক দূরত্ববিধি মানার কোনও বালাইও ছিল না।


শুধু তাই নয়, টেস্টের মহার্ঘ্য টিকিট পেতে জনৈক ক্রিকেটভক্ত অজ্ঞান হয়ে যান বলেও জানা যায়। আবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও খালি হাতে ফেরার ঘটনাও ঘটেছে। শেষে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিতে হয়।

এমন দৃশ্য দেখে মাঠে দর্শক ঢোকার আগেই উদ্বিগ্ন আয়োজকরা। ভিড় সামাল দিতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।


১) পঞ্চাশ শতাংশ দর্শক থাকবেন মাঠে।
২) দু’জনের মাঝে একটা করে চেয়ার ফাঁকা রাখা হবে।
৩) ব্যাটসম্যানের মারা ছক্কা গ্যালারিতে পড়লে সেটা সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করা হবে।
৪) সিসিটিভি মনিটরিংয়ের জন্য বিশেষ কর্মী নিয়োগ।
৫) গেটে তাপমাত্রা মাপা হবে, স্যানিটাইজ করা হবে সবাইকে।
৬) মাস্ক বাধ্যতামূলক।
৭) চারটে অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে মাঠে।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি