প্রকাশিত হয়েছে আইএসএলের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্যায়ের সূচি। নতুন বছরের প্রথম ম্যাচ ২ জানুয়ারি মোহনবাগান খেলবে। পরের দিন অর্থাৎ ৩ জানুয়ারি খেলবে মহামেডান। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৬ জানুয়ারি। চলতি মরসুমে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগান একে অপরের বিরুদ্ধে খেলেনি। তবে, ১৯ অক্টোবরের ডার্বির তিন দিন আগেই দ্বিতীয় ডার্বির দিন ঘোষণা হয়েছে। ১১ জানুয়ারি হবে দ্বিতীয় ডার্বি, যেখানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে।
আইএসএল কর্তৃপক্ষ প্রথম পর্যায়ের খেলার সূচি ডিসেম্বর পর্যন্ত দিয়েছিল, যেখানে প্রতিটি দলের প্রথম ১২টি ম্যাচের দিনক্ষণ উল্লেখ ছিল। বুধবার প্রকাশিত বাকি সূচিতে জানুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচগুলির দিনক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডার্বি ম্যাচ ১১ জানুয়ারি মোহনবাগানের হোম গ্রাউন্ডে হবে।
এছাড়াও, কলকাতার দু’টি মিনি ডার্বির ফিরতি পর্বের দিনও ঘোষণা হয়েছে। ১ ফেব্রুয়ারি মহমেডান বনাম মোহনবাগান এবং ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম মহমেডানের ম্যাচ হবে। সমস্ত ম্যাচই যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এবং টেলিভিশনে স্পোর্টস-১৮ চ্যানেলে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে জিয়ো সিনেমা অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে।
বর্তমানে, আইএসএল পয়েন্ট তালিকায় তিন প্রধান দলের অবস্থান ভিন্ন। মোহনবাগান ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, মহামেডান ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে, আর ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে না পারায় শূন্য পয়েন্ট নিয়ে তালিকার শেষে রয়েছে।