ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি ইভেন্টে ভারতের তিরন্দাজরা তিনটি সোনা এনে দিল দেশকে।বিশ্ব মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন দেশের মেয়েরা। পাশাপাশি একই দিনে দীপিকা কুমারি গড়লেন সোনার হ্যাটট্রিক। প্রথমে মহিলা রিকার্ভ দলের হয়ে সোনা জয়। তার পর রিকার্ভ মিক্সড বিভাগে স্বামী অতনু দাসের সঙ্গে জুটিতে আর একটি সোনা। একেবারে শেষে ব্যাক্তিগত ইভেন্টে জিতে সোনার হ্যাটট্রিক দীপিকা কুমারির। টোকিও অলিম্পিকের আগে শেষ বিশ্বকাপ তথা শেষ ইভেন্টে এই সাফল্য টোকিও অলিম্পিকের তিরন্দাজিতেও ভারতের পদক জয়ের আশা জোরদার করল।
আজ দীপিকা প্রথম সোনাটি জেতেন ভারতীয় মহিলা রিকার্ভ দলের হয়ে। দুর্বল কলম্বিয়ার কাছে পরাস্ত হওয়ায় ভারতের মহিলা রিকার্ভ দল টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে আজ ফাইনালে দীপিকারা জিতলেন রীতিমতো দাপট দেখিয়ে। চলতি বছর বিশ্বকাপে টানা দুটি সোনা জিতল ভারতের মহিলাদের রিকার্ভ দল। সবমিলিয়ে টানা ৬টি সোনা জয়।
দীপিকা,অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারিকে নিয়েই মহিলাদের রিকার্ভ টিম। রবিবাসরীয় ফাইনালে ফ্রান্সের রাজধানীতে তাঁরা মেক্সিকোকে ৫৭-৫৭, ৫২-৫২, ৫৫-৫৪ হারিয়ে দেন। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও একই ইভেন্টে সোনা জিতেছিল এই ত্রয়ী। মোট হাফ ডজন বার সোনা জিতল মহিলা দল।
প্যারিসের তিরন্দাজি বিশ্বকাপে ডাচ প্রতিপক্ষ গ্যাব্রিয়েল স্কলোসার ও সজেফ ভ্যান ডেন বার্গকে ভারতের দীপিকা কুমারি-অতনু দাস জুটি ৫-৩ পয়েন্টে হারান। ইভেন্টের শেষে ভারতীয় তিরন্দাজ অতনু বলেন, “দারুণ অনুভূতি হচ্ছে। প্রথমবার আমরা ফাইনালে একসঙ্গে জিতলাম। ভীষণ ভালো লাগছে।”