Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
WPL 2026 নিলামে জ্যাকপট জিতলেন দীপ্তি শর্মা, আগের চেয়ে বেশি টাকা নিয়ে ফিরলেন উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সে - NewsOnly24

WPL 2026 নিলামে জ্যাকপট জিতলেন দীপ্তি শর্মা, আগের চেয়ে বেশি টাকা নিয়ে ফিরলেন উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সে

উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬ নিলামে ইতিহাস গড়লেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। প্রথমবারের মতো ব্যবহার হলো রাইট টু ম্যাচ (RTM) নিয়ম, এবং সেই নিয়েই ৩ কোটি ২০ লাখ টাকায় তাঁকে দলে ফেরাল উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। শুরুতে দীপ্তির জন্য বিড করে তাঁকে ৫০ লাখ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে ঠিক সেই মুহূর্তেই ইউপি ওয়ারিয়র্স RTM প্রয়োগ করে তাঁর মূল্য বেড়ে দাঁড়ায় ৩.২০ কোটি, এবং দিল্লি পিছু হটতেই দীপ্তি আবারও আগের ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে আসেন।

এই প্রথম WPL-এ RTM ব্যবহারের নজির তৈরি হলো, যা এতদিন শুধুমাত্র আইপিএলে সীমাবদ্ধ ছিল। ফলে নিলামের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে দীপ্তিকে ঘিরে এই লেনদেন।

সাম্প্রতিক পারফরম্যান্স

WPL 2025 মৌসুমে দীপ্তির ফর্ম ছিল অনিয়মিত—৮ ম্যাচে মাত্র ১২২ রান এবং ৮ উইকেট। কিন্তু সেই ব্যর্থতার পরেই তিনি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। সদ্যসমাপ্ত আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দীপ্তির বড় ভূমিকা ছিল। বিশ্বকাপে তিনি বল হাতে নিয়েছেন ২২টি উইকেট, আর ব্যাট হাতে করেছেন ২১৫ রান—যা তাঁকে টুর্নামেন্টের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।

WPL কেরিয়ার

দীপ্তি শর্মা এখন পর্যন্ত WPL-এ মোট ২৫টি ম্যাচ খেলেছেন। তাতে তাঁর সংগ্রহ—

  • ৫০৭ রান, স্ট্রাইক রেট: ১১৭.৬৭
  • ২৭টি উইকেট
    তাঁর সেরা মৌসুম ছিল ২০২৪—যেখানে তিনি ২৯৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন ১০টি উইকেট

আন্তর্জাতিক কেরিয়ার

উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা দীপ্তি ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।
এখন পর্যন্ত তাঁর আন্তর্জাতিক পরিসংখ্যান—

  • টেস্ট: ৫ ম্যাচ, ৩২৯ রান, ২০ উইকেট
  • ওয়ানডে: ১২১ ম্যাচ, ২৭৩৯ রান, ১৬২ উইকেট
  • টি-২০: ১২৯ ম্যাচ, ১১০০ রান, ১৪৭ উইকেট

বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত দীপ্তি শর্মাকে ঘিরে WPL ২০২৬ নিলামে যে উন্মাদনা দেখা গিয়েছে, তা তাঁর আন্তর্জাতিক সাফল্যেরই প্রতিফলন।

Related posts

ঘরের মাটিতে ভারতের ভরাডুবি! ৪০৮ রানে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ক্লিন সুইপ

বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য