ডেস্ক: অলিম্পিকে সুপার হেভিওয়েট বিভাগে ভারতের প্রথম বক্সার হিসেবে নামার ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন সতীশ কুমার। চোট নিয়েই খেলতে নেমেছিলেন। প্রতিপক্ষের মারে মুখ ফেটেছিল ভারতের হেভিওয়েট বক্সার সতীশ কুমারের। আঘাত এতটাই গুরুতর ছিল যে, সাত-সাতটি সেলাই পড়ে তাঁর ক্ষতস্থানে। চোট নিয়ে লড়াই চালিয়েও শেষরক্ষা হল না। যন্ত্রণা উপেক্ষা করে রিংয়ে নামলেও দেশকে পদকের সন্ধান দিতে পাররেন না সতীশ কুমার। ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হল ভারতীয় তারকাকে।
আরও পড়ুন: হ্যাটট্রিক বন্দনার, হকিতে রুদ্ধশ্বাস জয় ভারতীয় মহিলা টিমের
কোয়ার্টার ফাইনাল বাউটে সতীশ পরাজিত হল উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে, যিনি এই বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার। ভারতের পক্ষ থেকে তাঁকে পদকের দাবিদার মনে করা হয়েছিল৷ ফলে পুরুষদের বক্সিংয়ে ভারতের পদকের আশা শেষ হয়ে গিয়েছিল৷ সতীশ কুমার ৯১ কেজি সুপার হেভিওয়েট বিভাগে (super heavyweight (+91kg))৷ ভারতীয় এই বক্সার প্রচুর লড়াই করলেও জায়ন্ট প্রতিপক্ষকে বাগে আনতে পারেননি৷