না খেলেই সুপার সিক্সে ডায়মন্ড হারবার এফসি, বিদায় ভবানীপুর

কলকাতা লিগে শেষ মুহূর্তের নাটকে ভাগ্য খুলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি-র। শুক্রবার তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল সাদার্ন সমিতির। কিন্তু বৃহস্পতিবারই আইএফএ জানিয়ে দেয়, সাদার্ন ম্যাচে দল নামাতে পারবে না। ফলে লড়াই না করেই পুরো ৩ পয়েন্ট পেয়ে যায় ডায়মন্ড হারবার, আর সেই সঙ্গেই নিশ্চিত হয়ে যায় তাদের সুপার সিক্সে জায়গা।

এই জয়হীন জয়ের ফলে ১২ ম্যাচে ডায়মন্ড হারবারের সংগ্রহ দাঁড়াল ২৫ পয়েন্টে। অন্যদিকে সৃঞ্জয় বসুর ভবানীপুরকে বিদায় নিতে হল লিগ থেকে। ভবানীপুর ১২ ম্যাচে ২২ পয়েন্টে শেষ করেছে। যদি ডায়মন্ড হারবার শেষ ম্যাচে হেরে যেত, তবে গোল পার্থক্যের নিরিখে সুপার সিক্সে ঢুকত ভবানীপুর। কিন্তু সাদার্ন না খেলায় ভাগ্য ঘুরে গেল ডায়মন্ড হারবারের পক্ষে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই লিগের শেষ ম্যাচগুলি নিয়ে বিতর্ক চলছিল। মঙ্গলবার ভবানীপুর প্রথমে ঘোষণা করেছিল, তারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে দল নামাতে পারবে না। কিন্তু গভীর রাতে সিদ্ধান্ত পাল্টে মাঠে নামে এবং গোলশূন্য ড্র করে। সেই ম্যাচে খেলায় ভবানীপুরের আশা বেঁচে ছিল। তবে বৃহস্পতিবার সাদার্নের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারই পেল সুপার সিক্সের টিকিট।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে