ডুরান্ড কাপে যুবভারতীতে ফিরছে ডার্বি, ১৭ অগস্টে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্বে জমে উঠতে চলেছে কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াই। সূচি অনুযায়ী, মরসুমের এই বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ হবে ১৭ অগস্ট, রবিবার সন্ধে ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে।

এবারের শেষ আটে জায়গা করে নিয়েছে ছ’টি গ্রুপের শীর্ষস্থানাধিকারী দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দল। প্রথম কোয়ার্টার ফাইনাল ১৬ অগস্ট বিকেল ৪টায় শিলংয়ে, যেখানে শিলং লাজং খেলবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। একই দিনে সন্ধে ৭টায় কোকরাঝাড়ে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ও বড়োল্যান্ড এফসি।

তৃতীয় কোয়ার্টার ফাইনাল ১৭ অগস্ট বিকেল ৪টায় জামশেদপুরে, ডায়মন্ড হারবার এফসি বনাম জামশেদপুর এফসি। আর সেদিনই রাতের ম্যাচে কলকাতার ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন লাল-হলুদ ও সবুজ-মেরুনের চিরচেনা রোমাঞ্চ— ডুরান্ড কাপে ডার্বির মহারণ।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে