প্রথম পাতা খেলা পঞ্জাব এফসি-কে হারিয়ে ৪-২ ব্যবধানে জয়ী ইস্টবেঙ্গল

পঞ্জাব এফসি-কে হারিয়ে ৪-২ ব্যবধানে জয়ী ইস্টবেঙ্গল

303 views
A+A-
Reset

ইস্টবেঙ্গল ৪ (হিজাজি, বিষ্ণু, সুরেশ-আত্মঘাতী, ডেভিড)

পঞ্জাব ২ (আসমির, ভিদাল)

মঙ্গলবার আইএসএলে যুবভারতী ক্রীড়াঙ্গনে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় লাভ করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ২০ মিনিটের মধ্যে টানা চার গোল করে। যদিও এই জয়ের পরে লাল-হলুদ ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১তম স্থানে রয়েছে।

প্রথমার্ধের খেলায় ইস্টবেঙ্গল নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টে যায় খেলার গতিপথ। ৪৬ মিনিটে ক্লেটন সিলভার ফ্রিকিকে হিজাজি মাহেরের হেডে আসে প্রথম গোল। আট মিনিট পর মহম্মদ রাকিপের ক্রস থেকে দ্বিতীয় গোল করে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এরপর পঞ্জাবের ডিফেন্ডার সুরেশ মিতেই আত্মঘাতী গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন। খেলার ৬৬ মিনিটে বিষ্ণুর চমৎকার হেডে আসে চতুর্থ গোল, যা নিশ্চিত করে ইস্টবেঙ্গলের জয়।

স্পেনীয় কোচ অস্কার ব্রুজ়োর সঠিক সময়ে সঠিক পরিবর্তনের কৌশল এই জয়ের পেছনে অন্যতম কারণ। বিরতির সময় নাওরেম মহেশের পরিবর্তে বিষ্ণুকে মাঠে নামিয়ে তিনি খেলায় নতুন গতি আনেন। বিষ্ণু গোল করার পাশাপাশি একাধিক আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রথমার্ধে পঞ্জাবের ডিফেন্ডার ইভান নোভোসেলেচ চোট পেয়ে মাঠ ছাড়লে তাদের রক্ষণ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে খাইমিনথাং লুংডিম লাল কার্ড দেখেন, যা দলের অবস্থাকে আরও কঠিন করে তোলে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.