কলকাতা: আজ, মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার প্রথম দফার টাকা বিতরণের সূচনা করলেন। নবান্ন সভাঘরে প্রতীকীভাবে ৪২ জন সুবিধাভোগীর হাতে চেক ও স্মারকপত্র তুলে দিয়ে তিনি ঘোষণা করেন, “রাজ্য কথা দিলে কথা রাখে।” প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তী কিস্তিতে আরও ৬০ হাজার টাকা দেওয়া হবে। দুই দফায় মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ধাপে ১২ লক্ষ সুবিধাভোগী পরিবার এই টাকা পাবে। ৩-৪ দিনের মধ্যেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই প্রকল্পের জন্য রাজ্যের মোট ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা খরচ হবে।
তিনি আরও জানান, প্রায় ৩৪ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়ে ২৮ লক্ষ যোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় ১২ লক্ষ পরিবারকে অর্থ প্রদান করা হলেও বাকি ১৬ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে পরবর্তী পর্যায়ে। মে-জুন মাসে ৮ লক্ষ এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে আরও ৮ লক্ষ পরিবার এই টাকা পাবে।
এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “বাংলা আবাস যোজনার অধীনে কেন্দ্রের কাছ থেকে ২৪ হাজার কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা আমরা পাইনি। আমরা ভিক্ষা চাই না, এটা মানুষের অধিকার।”
তিনি আরও বলেন, গত তিন বছরে কেন্দ্র থেকে ৬৯টি তদন্তকারী দল রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা মেলেনি। “আমাদের যা আছে, তাই দিয়েই কাজ করছি,” বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক দক্ষতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উঠে এসেছে। প্রকল্প বাস্তবায়নে কঠোর সমীক্ষা এবং নজরদারি কার্যক্রমের জন্য প্রশাসনিক প্রধানদের ধন্যবাদ জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা আশার আলো দেখছেন। তবে কেন্দ্র-রাজ্য সংঘাতের এই প্রেক্ষাপট নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিতে পারে।