সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল, শেষ আটে কেরালার মুখোমুখি মোহনবাগান

ফের হতাশ করল লাল-হলুদ শিবির। সুপার কাপে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হেরে ছিটকে গেল ইস্টবেঙ্গল। ফলে হাতছাড়া হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্লে–অফের সুযোগ।

জেসাস জিমিনেস ও নোয়া সাদিউয়ির গোলে জয় পায় কেরালা। ম্যাচের দাপট শুরু থেকেই ছিল কেরালার দখলে। নোয়া একটি অসাধারণ গোল করে নজর কাড়েন। প্রথমার্ধে পেনাল্টি থেকে জিমিনেসের গোল, দ্বিতীয়ার্ধে নোয়ার বিশ্বমানের শটে নিশ্চিত হয় ইস্টবেঙ্গলের বিদায়।

প্রতিদ্বন্দ্বিতার খাতায় নাম লেখাতে পারেননি দিয়ামান্তাকোস, মেসি, বা সেলিস। গোটা ম্যাচে বলার মতো একটিই শট — বিষ্ণুর, যা পোস্টে লেগে ফিরে আসে।

গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবার একেবারে ব্যর্থ। নতুন কোচ অস্কার ব্রুজ়োর ওপর চাপ বাড়ছেই। আর ভক্তদের শেষ আটে ডার্বি দেখার আশা মিলিয়ে গেল কুয়াশায়।

২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে কেরালার প্রতিপক্ষ মোহনবাগান।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে