আইএসএলে আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল

এ বারের আইএসএলে আজ অভিযান শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। সুপার সিক্স থেকে ছিটকে যাওয়া লাল-হলুদ শেষ ম্যাচে খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ম্যাচ শিলংয়ে, শুরু বিকেল ৫টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

সুপার সিক্সে ওঠার আশা আগেই শেষ হয়েছে ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করে শেষ সুযোগও হারায় তারা। ফলে, নর্থইস্টের বিরুদ্ধে আজকের ম্যাচ নিয়মরক্ষার। পয়েন্ট তালিকায় এর বিশেষ গুরুত্ব নেই, কারণ নর্থইস্ট ইতিমধ্যেই সুপার সিক্স নিশ্চিত করেছে।

লাল-হলুদের লক্ষ্য এখন এএফসি চ্যালেঞ্জ লিগ। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে হেরে তারা কঠিন পরিস্থিতিতে। তাই আইএসএলে আজকের ম্যাচে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দলের সঙ্গে নেই, দায়িত্বে থাকবেন সহকারী বিনো জর্জ। তরুণ ফুটবলারদের সুযোগ দিতে দলে রদবদলও হতে পারে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে