কলকাতা লিগে দাপুটে জয়, পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ইস্টবেঙ্গল

ছবি ই্স্টবেঙ্গলের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

কলকাতা লিগে দাপুটে জয় পেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারাল বিনো জর্জের লাল-হলুদ ব্রিগেড। এদিনের জয়ের ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।

যদিও দলগত শক্তির নিরিখে ইস্টবেঙ্গল অনেক এগিয়ে থাকলেও জর্জ টেলিগ্রাফের রক্ষণ ভাঙতে সময় লেগেছে বেশ। প্রথম গোল আসে ৬৮ মিনিটে, পিভি বিষ্ণুর পা থেকে। এর পর ৮৩ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে পুরোপুরি ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় লাল-হলুদ শিবির। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের তৃতীয় গোল নিশ্চিত করেন বিষ্ণু। ইনজুরি টাইমে চতুর্থ গোল করেন মনোতোষ মাঝি।

তবে গোল ব্যবধান আরও বাড়তে পারত। ডেভিড একটি পেনাল্টি মিস করায় ৫-০ ব্যবধানে জেতার সুযোগ হাতছাড়া হয়।

অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেছে ডুরান্ড কাপ রানার্স ডায়মন্ড হারবার এফসি।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে