ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে টানা দুইবার চ্যাম্পিয়নের ট্রফি উঠল ইস্টবেঙ্গলের হাতে। শনিবার আইএফএ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিল, গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। সোমবার দুপুরে সেই ট্রফি সায়ন বন্দ্যোপাধ্যায়দের হাতে তুলে দেওয়া হয় লাল-হলুদ মাঠে। আর কয়েক ঘণ্টা পরেই নিজেদের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল—৪১তম কলকাতা লিগে।

ম্যাচের চিত্র

প্রথমার্ধ থেকেই ইস্টবেঙ্গলের আক্রমণ ঝড় বইতে থাকে। ডেভিড ও সায়নরা একের পর এক সুযোগ নষ্ট করলেও অবশেষে ৩৭ মিনিটে গোল করেন ডেভিড। বিরতির আগে বল পজিশন ও গোলমুখী শটে স্পষ্ট এগিয়ে ছিল লাল-হলুদ বাহিনী।

দ্বিতীয়ার্ধে কিছুটা গুটিয়ে যায় ইস্টবেঙ্গল। সেই সুযোগে খেলায় ফেরার মরিয়া চেষ্টা করে ইউনাইটেড। শেষ লগ্নে হেড থেকে সমতা ফেরালেও (১-১), মুহূর্তের মধ্যে জয় নিশ্চিত করে দেন শ্যামল বেসরা। স্কোরলাইন দাঁড়ায় ২-১। শেষ বাঁশি বাজতেই লেসলি ক্লডিয়াস সরণি লাল-হলুদ সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে।

বিশেষ দিক

  • ইউনাইটেডের গোলকিপার কোচ অভিজিৎ দাস লাল কার্ড দেখেন।
  • অন্য ম্যাচে সুরুচি সংঘ ৩-০ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টসকে, আর ক্যালকাটা কাস্টমস ২-০ গোলে হারাল ডায়মন্ড হারবারকে।
  • ভবানীপুর ক্লাবের বিদ্যাসাগর সিং ৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা।

সমর্থকদের উচ্ছ্বাস

ড্র করলেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতো। তবে বিনো জর্জের ছেলেরা জয়ের রাস্তাই বেছে নিল। তাই শেষ মুহূর্তের গোলে আরও একবার প্রমাণ হল, লাল-হলুদের কাছে লড়াই মানে শুধুই জয়ের আকাঙ্ক্ষা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ভারত বনাম পাকিস্তান: দাপুটে শুরু, মাঝপথে ধাক্কা, শেষ পর্যন্ত জয়ের হাসি ভারতের