ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। বার্লিন ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন তারা। ১২ বছর পরে আবার ইউরোপের সেরা দেশ হল তারা। চার বার ইউরো জিতল স্পেন। অন্য দিকে, আরও এক বার ফাইনালে উঠে হারল ইংল্যান্ড।

স্পেনের হয়ে গোলগুলি করেন নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবাল। ইংল্যান্ডের একমাত্র গোলটি কোল পামারের। পামার ও ওয়ারজাবাল দুজনেই নেমেছিলেন পরিবর্ত হিসেবে।

রবিবার ইউরো ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে গোল করে স্পেনকে এগিয়ে দেন উইলিয়ামস। ইয়ামালের পাস ধরে বাঁ পায়ের শটে গোল করেন উইলিয়ামস। স্পেন এগিয়ে যায় ১-০। ম্যাচের ৭০ মিনিটে কোল পালমারকে পরিবর্ত হিসাবে নামান ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। মাঠে নামার ৩ মিনিটের মধ্যে গোল করেন পালমার। সাকার পাস ধরে দূর পাল্লার মাটি ঘেঁষা শটে ১-১ করেন তিনি। এরপর নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে, ৮৬ মিনিটের মাথায় ওয়ারজাবাল গোল করে ২-১ করে দেন।

প্রসঙ্গত, ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার খেতাব দখলে রাখার রেকর্ড গড়ল স্পেন। এর আগে, ১৯৬৪ সালে সোভিয়েত ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার ইউরো খেতাব জেতে তারা। ২০০৮ সালে জার্মানিকে ১-০ ও ২০১২ সালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

অন্য দিকে, ২০২০ সালের ইউরো ফাইনালে ইটালির কাছে হেরেছে ইংল্যান্ড। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে ফ্রান্সের কাছে। ২০২৪ সালের ইউরো ফাইনালেও তীরে এসে তরী ডুবেছে। স্পেনের কাছে হেরে আরও এক বার ব্যর্থ হয়েই বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে