বিপাকে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। বেঙ্গালুরুর একটি সংস্থা সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর উথাপ্পার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কর্মচারীদের বেতন থেকে কাটা প্রভিডেন্ট ফান্ডের প্রায় ২৪ লক্ষ টাকা নির্ধারিত খাতে জমা না দেওয়ায় এই অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পিএফ কমিশনার সাদাক্ষরি গোপাল রেড্ডি জানিয়েছেন, এই বকেয়া অর্থ জমা না দেওয়ায় কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। ৪ ডিসেম্বর বিষয়টি প্রকাশ্যে আসে, যার পর পুলকেশিনগর থানার পুলিশ রবিন উথাপ্পার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।
২৭ ডিসেম্বরের মধ্যে ২৩,৩৬,৬০২ টাকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে, স্থানীয় পুলিশ জানিয়েছে যে উথাপ্পা বর্তমানে দুবাইয়ে রয়েছেন। তাঁকে নিজের বাড়িতে পাওয়া যায়নি।