অমদাবাদে টেস্ট চলাকালীন শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি! তুমুল বিতর্ক

অমদাবাদ টেস্ট ঘিরে নতুন বিতর্ক। মহম্মদ শামিকে দেখে গ্য়ালারি থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন একাংশের দর্শক। শামির নাম করেই বেশ কয়েকজন চিৎকার করতে থাকেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দানা বাঁধে বিতর্ক।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন বাংলার পেসার শামিও। ঠিক সেই সময়ই গ্যালারি থেকে কয়েক জন দর্শক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন।

শামি অবশ্য এর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা দর্শকদের হাত জোড় করে চুপ করতে বলতে দেখা যায় ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। বাকি তারকারা অবশ্য বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চাননি। তাঁরা নিজেদের মধ্যেই কথাবার্তা বলে যান।

যদিও ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দর্শকদের এই আচরণের নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। ভারতীয় দলের এক জন ক্রিকেটারকে খেলা শুরুর আগে কেন এ ভাবে অস্বস্তিতে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে