ফিফা বিশ্বকাপ ২০২২: গ্রুপ পর্বে আবির্ভূত ৫ তারকা

কাতার বিশ্বকাপে যথারীতি নজরে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। তবে তাঁদের বাইরে আরও বেশ কিছু তারকার আবির্ভাব ঘটেছে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক অন্যতম পাঁচজনকে।

টাইলার অ্যাডামস (মার্কিন যুক্তরাষ্ট্র)

মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের চূড়ান্ত ম্যাচে ইরানের বিরুদ্ধে ১-০ গোলে জিতে শেষ ১৬-য় জায়গা করে নিয়েছে। ২৩ বছর বয়সী অধিনায়ক টাইলার অ্যাডামসের কৃতিত্ব এখন চর্চার বিষয়। অসাধারণ পরিপক্কতা এবং সংযম দেখিয়েছেন। কাতারে তাঁর পারফরম্যান্স ইউরোপের কয়েকটি বড় ক্লাবের নজর কেড়েছে বলে জানা গেছে।

এনজো ফার্নান্দেজ (আর্জেন্তিনা)

বিশ্বকাপের আগে কখনোই আর্জেন্টিনার হয়ে খেলেননি এনজো ফার্নান্দেজ। কিন্তু কাতারে তাঁর পারফরম্যান্স তাঁকে লিওনেল, স্কালোনির দলের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। মেক্সিকোর বিপক্ষে ২১ বছর বয়সি ফার্নান্দেজের গোলটি তাঁকে বিশ্বকাপে আর্জেন্তিনার দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতার সম্মান দিয়েছে (লিওনেল মেসির পর)।

কোডি গ্যাকপো (নেদারল্যান্ডস)

কোডি গ্যাকপো আক্রমণ ভাগে ভরসা জোগাচ্ছেন নেদারল্যান্ডকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড় তিনি। সেনেগালের বিরুদ্ধে গ্যাকপোর দুর্দান্ত হেডারে ২-০ গোলে জয়। দ্বিতীয় ম্যাচে ইকুয়েদরের বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়েও রয়েছে তাঁরই একটি গোল। বিশ্বকাপের তিন নম্বর গোল করলেন কাতারের বিরুদ্ধে। নেদারল্যান্ডের কোচ লুই ভ্যান গাল বলেছেন, “তারকা হওয়ার জন্য যা যা লাগে তাঁর মধ্যে সবকিছুই আছে।”

জুড বেলিংহাম (ইংল্যান্ড)

গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে খেলার পর বেলিংহাম নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছেন। তাঁর বয়স এখনও মাত্র ১৯ বছর। বরুসিয়া ডর্টমুন্ড খেলোয়াড় কাতারে গ্যারেথ সাউথগেটের মিডফিল্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

জোসকো গভার্দিওল (ক্রোয়েশিয়া)

বিশ্বকাপের এক সপ্তাহ আগে আরবি লাইপজিগ সতীর্থের সঙ্গে সংঘর্ষের নাক ফেটে গিয়েছিল বছর কুড়ির জোসকোর। তাঁর ডান চোখের চারপাশে মারাত্মক ফোলাভাব ছিল। তবে এ সব তাঁর খেলাকে প্রভাবিত করতে পারেনি। ক্রোয়েশিয়ার ব্যাকলাইনের বেডরক হিসেবে উঠে এসেছেন। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিক বলেছেন, ‘সে-ই বিশ্বের সেরা ডিফেন্ডার। বর্তমানে এক নম্বর না হলেও, সে এক নম্বর হয়ে যাবে।”

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে