Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নায়ক মার্টিনেজ, সেমি ফাইনালে আর্জেন্তিনা - NewsOnly24

নায়ক মার্টিনেজ, সেমি ফাইনালে আর্জেন্তিনা

নেদারল্যান্ডকে টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পুনরাবৃত্তি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ২–২। আর্জেন্তিনার হয়ে দুটি গোল করেন মলিনা ও মেসি। নেদারল্যান্ডের দুটি গোলই উইঘোর্স্টের। সেমিফাইনালে আর্জেন্তিনা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

শেষ পর্যন্ত মেসির জাদুতে ৩৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্তিনা। তাঁর এগিয়ে দেওয়া বল জালে পাঠিয়ে দেন মেলিনা। ৭১ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল পায় আর্জেন্তিনা। ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

২ গোল শোধ করার জন্য আক্রমণে আরও লোক বাড়ান ফান হাল। ৮৩ মিনিটের মাথায় এক গোল শোধ করেন উইঘর্স্ট। এর পর শেষ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান সেই উইঘর্স্ট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

পেনাল্টি শুট আউটে জোড়া সেভ করে মার্টিনেজ জিতিয়ে দিলেন নিজের দেশকে। খেলা শেষের বাঁশি পড়ার কয়েক মিনিট আগে সমতায় চলে আসে দুই দল। ফলে খেলা গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ে কমবেশি সুযোগ পায় দু’দলই। কিন্তু কোনো দলই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। যার ফলে খেলা গড়ায় পেনাল্টিতে। পেনাল্টি শুট আউটের প্রথম দুটি শটই বাঁচিয়ে দেন মার্টিনেজ। উলটোদিকে গোল করেন মেসি এবং তাঁর সতীর্থরা। শেষমেশ মার্টিনেজের নায়কোচিত পারফরম্যান্স সেমিফাইনালে পৌঁছে দেয় নীল-সাদা ব্রিগেডকে।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি