বিশ্বকাপে ফের কমলা ঝড়, শেষ আটে পৌঁছে গেল নেদারল্যান্ডস

কাতার: শনিবার প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস।

শনিবার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ‘রাউন্ড অফ ১৬’-র ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কমলা বাহিনীর। বল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। আমেরিকার রক্ষণকে একার প্রচেষ্টায় ফালাফালা করে দিলেন ডেনজেল ডামফ্রিস। দু’টি অ্যাসিস্ট এবং নিজের গোল, তিনটি গোলের পিছনেই তাঁর অবদান। নেদারল্যান্ডসের হয়ে অন্য ২টি গোল করেন মেমফিস ডিপে এবং ডালে ব্লিন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন হাজি রাইট।

শনিবারের ম্যাচের ফল দেখে মনে হতে পারে খেলা একপেশে হয়েছে। কিন্তু আদতে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সমানে সমানে পাল্লা দিল নেদারল্যান্ডসের সঙ্গে। শুধু ফিনিশিং-এর দুর্বলতার জন্য তারা জিততে পারল না। সারা ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র শট নিয়েছে ১৭টা। তার মধ্যে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েছে ৮টা। কিন্তু তা থেকে গোল হয়েছে মাত্র ১টা। অন্য দিকে নেদারল্যান্ডস শট নিয়েছে ১১ট। তার মধ্যে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিয়েছে ৬টা। কিন্তু তা থেকে গোল হয়েছে ৩টে।

প্রসঙ্গত, এই নিয়ে সাত বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোল নেদারল্যান্ডস।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে