শেষ ম্যাচ জিতে নকআউটে আর্জেন্তিনা, হেরেও টিকে গেল পোল্যান্ড

কাতার: গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়েছেন লিয়োনেল মেসিরা। পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে নক আউটের টিকিট নিশ্চিত করল আর্জেন্তিনা।

তৃতীয় তথা শেষ ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট টেবিল বলছিল, হারলেই বিদায় আর্জেন্তিনার। জিতলেই নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অব সিক্সটিন। আবার সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছে যেতে পারত আর্জেন্তিনা। তবে সৌদি আরব জিতলে আর্জেন্তিনাকে জিততেই হতো। নিরঙ্কুশ প্রাধান্য রেখে পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অব সিক্সটিনের টিকিট জোগাড় করে ফেলল আর্জেন্তিনার।

৩৮ মিনিটে পেনাল্টি নষ্ট করেন মেসি। তাঁর শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন পোলিশ গোলকিপার। সৌদি আরবের বিরুদ্ধে পেনাল্টি বাঁচিয়েছিলেন শেজেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন আর্জেন্তিনার মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলভারেস। ডান পাসে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

২-০ ব্যবধানে জিতে শেষ ১৬-য় চলে গেলেন মেসিরা। অন্যদিকে, আর্জেন্তিনার কাছে হেরেও গোল পার্থক্যে মেক্সিকোকে পেছনে ফেলে শেষ ষোলোয় পৌঁছে গেল পোল্যান্ড।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে