শুরু হওয়ার ১০০ দিন আগে মুম্বইয়ে সূচি ঘোষণা হয়ে গেল আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ফাইনাল ১৯ নভেম্বর।
এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে ৮ অক্টোবর, ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।
উল্লেখযোগ্য ভাবে, ১৫ অক্টোবর অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে সবকটি ম্যাচই জিতেছে ভারত। শেষবার তারা একে অপরের বিরুদ্ধে খেলেছিল ২০১৯ বিশ্বকাপে, ম্যানচেস্টারে।
প্রসঙ্গত, দু’বার বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৮৩-র পর ২০১১-য় আয়োজক দেশ হিসেবে ঘরের মাটিতে চ্যাম্পিয়নের শিরোপা তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। চার বার সেমিফাইনালে থেকেই বিদায় নিতে হয়েছে। শেষ দু’টি যথাক্রমে অস্ট্রেলিয়া (২০১৫) এবং ইংল্যান্ডে (২০১৯)।