Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গৌতম গম্ভীরই ভারতীয় দলের হেড কোচ, ঘোষণা জয় শাহের - NewsOnly24

গৌতম গম্ভীরই ভারতীয় দলের হেড কোচ, ঘোষণা জয় শাহের

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ। জল্পনা সত্যি করে বুধবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হবেন গম্ভীর। দ্রাবিড়ের মেয়াদ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হয়েছিল৷

বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গম্ভীরকেই কোচ হিসাবে পছন্দ জয় শাহ, রজার বিন্নীদের। ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনারও দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। অবশেষে মঙ্গলবার সরকারি ভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ।

জয় শাহ নিজের অফিসিয়াল এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল পোস্টে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে স্বাগত জানাই৷ আধুনিক দিনের ক্রিকেট বিকশিত হয়েছে দ্রুত। এবং গৌতম নিজের কেরিয়ার জুড়ে এই পরিবর্তন গ্রহণ করে এবং বিভিন্ন ভূমিকায় পারদর্শী হওয়ার পরে, আমি আত্মবিশ্বাসী যে গৌতমই তার মেলবন্ধন ঘটিয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি। গৌতমের বিশাল অভিজ্ঞতা, তাঁকে এই কোচিং ভূমিকা পালনে পুরোপুরিভাবে সহযোগিতা করবে।”

প্রসঙ্গত, দেশের হয়ে দুটি বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীর গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন। তার আগে লখনউ সুপার জায়ান্টসে দু-মরসুম মেন্টর ছিলেন। দু-বারই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। কলকাতা নাইট রাইডার্সে ফিরতেই ট্রফিও আসে শিবির। ২০১২ ও ২০১৪ সালে কেকেআর-কে ক্যাপ্টেন হিসেবে দু-বার চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হিসেবে ফিরতেই চ্যাম্পিয়ন কেকেআর। তখন থেকেই ভারতীয় দলের কোচের দৌড়ে ঢুকে পড়েন গৌতম গম্ভীর।

Related posts

বারুইপুরে ‘ভূত’ বিতর্কে রিপোর্ট জমা কমিশনে, ৩ ভোটারের নাম বাদ পড়া ছিল ‘অনিচ্ছাকৃত ভুল’

চোখের আলো নয়, মনোবলের আলো—বিশ্বজয়ী ভারতের দৃষ্টিহীন মেয়েরা, নববর্ষের প্রাক্কালে অভিনন্দিত হোক এক ইতিহাস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘GOAT’—মেসি ও শচীনের ঐতিহাসিক মিলন, গর্জে উঠল গ্যালারি