পাকিস্তানকে হারানোয় টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দিতে চান রাজ্যপাল বোস

কলকাতা: বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর কারণে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দিতে চান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার অমদাবাদ ভারত-পাক ম্যাচের পর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজভবনের সম্মানীয় অতিথি হিসাবে বাংলার ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে টিম ইন্ডিয়াকে নিমন্ত্রণও করেছেন বোস।

ম্যাচের পর একটি টুইট করা হয় রাজভবনের পক্ষ থেকে। যেখানে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ ব্যক্তিগতভাবে ভারতীয় দলকে ফোন করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য় তাদের শুভেচ্ছা জানান। তিনি ভারতীয় দলকে রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানান এবং পশ্চিমবঙ্গের ক্রিকেটপ্রেমী মানুষদের পক্ষ থেকে সম্মানিত করার কথা বলেন।’

আগামী ৫ নভেম্বর ভারতীয় দল ইডেন গার্ডেন্সে খেলতে আসবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কলকাতা ভারতের একটি মাত্র ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে বিশ্বকাপে। ওই ম্যাচের আগেই সম্ভবত রোহিত, বিরাট কোহলিরা রাজভবনে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে