সাধনা দাস বসু : ১৩২তম ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা ২৪টি অংশগ্রহণকারী দলের জন্য গ্রুপ ঘোষণা করেছে। ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ১৩২তম সংস্করণ শুরু হচ্ছে ৩ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর , কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতা ছাড়া গুয়াহাটি এবং কোকরাঝার শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টের খেলাগুলো।
চারটি করে দল নিয়ে মোট ছয়টি গ্রুপ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ‘বি’ ও ‘সি’ – এই তিনটি গ্রুপের খেলা হবে কলকাতায়। ১৩২ তম ডুরান্ড কাপে ২৭ বছর পর বিদেশী ফুটবল দলের প্রত্যাবর্তন দেখা যাবে। বাংলাদেশ সার্ভিস দলকে গ্রুপ ‘এ’ তে রাখা হয়েছে। দ্বিতীয় বিদেশী দল ত্রিভুবন আর্মি ফুটবল ক্লাব রয়েছে গ্রুপ ‘ই’ তে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি , দুটি জনপ্রিয় কেরালা দল – কেরালা ব্লাস্টার্স এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার সাথে খেলবে গ্ৰুপ ‘সি’ তে। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ সি-র চতুর্থ দল হলো ভারতীয় বায়ুসেনা।
কলকাতায় অনুষ্ঠিত হওয়া গ্রুপ ‘এ’-র ম্যাচগুলির মধ্যে , চারবারের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বির জন্য অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করবেন। রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং বাংলাদেশ আর্মি টিম এই গ্রুপে অংশ নেওয়া অন্য দুটি দল।
কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে আইএসএলের মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসি -র। ভারতীয় নৌসেনা গ্রুপ ‘বি’ র চতুর্থ দল।
গ্ৰুপ ‘ডি’ তে গুয়াহাটির স্থানীয় আইএসএল দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি , দু’বার আইএসএল রানার্স-আপ এফসি গোয়ার সঙ্গে ঘরের মাঠে খেলবে। ১৩২ তম ডুরান্ড কাপে আত্মপ্রকাশ করবে উত্তর-পূর্বের আরেকটি জনপ্রিয় দল – শিলং লাজং এফসি। এই গ্ৰুপে থাকছে আর একটি সারপ্রাইজ দল।
গ্রুপ ‘ই’-তে দুটি আইএসএল দল রয়েছে – হায়দ্রাবাদ এফসি এবং চেন্নাইয়িন এফসি। আর থাকছে দিল্লি এফসি , যারা নতুনভাবে এই বছর দ্বিতীয় বিভাগ আই-লিগে উন্নীত হয়েছে এবং নেপালের ত্রিভুবন আর্মি ফুটবল ক্লাব।
গ্রুপ ‘এফ’-এর খেলা হবে কোকরাঝারে। এই গ্ৰুপে থাকছে স্থানীয় বোডোল্যান্ড দল। এছাড়াও এই বছর টুর্নামেন্টে সুপার কাপ চ্যাম্পিয়ন ওড়িশা এফসি , আই-লিগ দল রাজস্থান ইউনাইটেড এফসি ছাড়াও থাকছে ভারতীয় সেনা দল।
ছয় গ্রুপের বিজয়ী এবং সেরা দুইটি দ্বিতীয় স্থানে থাকা দল নকআউট পর্বে উঠবে। ফাইনালসহ মোট ৪৩টি ম্যাচ হবে। চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটি গুয়াহাটি এবং কোকরাঝারে অনুষ্ঠিত হবে। বাকি নকআউটগুলি কলকাতায় হবে। দুটি ম্যাচ ছাড়া গ্রুপ ডি এবং গ্রুপ ই – র খেলাগুলো গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ও কোকরাঝারের SAI গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। কোকরাঝার এই বছর নতুন আয়োজক শহর। একটি কোয়ার্টার ফাইনালসহ মোট ন’টি খেলার আয়োজন করছে তারা।
১৩১তম সংস্করণে , ভারতীয় তারকা সুনীল ছেত্রির নেতৃত্বে বেঙ্গালুরু এফসি , প্রথম ডুরান্ড কাপ মুকুট জয় করেছিল , ফাইনালে মুম্বাই সিটি এফসিকে ২-১ গোলে পরাজিত করে।