ঘরের মাঠে গুজরাতের কাছে ৭ উইকেটে হারল কেকেআর

কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটা সময় জেতার মতো জায়গায় ছিল কেকেআর। সেখান থেকে শেষমেশ হেরেই গেল তারা। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতল গুজরাত।

এই ম্যাচে টস হেরে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নামে। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা হলেও দেরি হয়ে যায়। একমাত্র দলের আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ছাড়া আর কেউই ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। গুরবাজ মাত্র ৩৯ বলে ৮১ রান করলেন। দলের বাকি ব্যাটাররা আর সেভাবে জ্বলে না ওঠার কারণে ২০ ওভারে ১৭৯ রানেই থামতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।

গুজরাত টাইটান্সের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিলেন মহম্মদ শামি। ২টি করে উইকেট নিলেন লিটল এবং নুর।

জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় গুজরাট টাইটান্স। শুভমন করলেন ৪৯ রান। ২০ বলে ২৬ করলেন গুজরাত অধিনায়ক হার্দিক। ডেভিড মিলার এবং বিজয় শঙ্করের জুটি জয় এনে দিল গুজরাতকে। তাঁদের দাপটে ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল গুজরাত। মিলার অপরাজিত থাকলেন ১৮ বলে ৩২ রান করে। বিজয়ের ব্যাট থেকে এল ২৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস।

কেকেআরের কোনো বোলারই ইডেনে দাগ কাটতে পারলেন না। সফলতম নারাইন ২৪ রানে ১ উইকেট নিলেন। রাসেল ২৯ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন। ২৫ রান দিয়ে ১ উইকেট নিলেন হর্ষিত রানা।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে