ডেস্ক: অলিম্পিকে পদকের দৌড়ে আরও খানিকটা এগোল ভারতীয় মহিলা হকি দলরুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। মনপ্রীতরা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন ৷ এবার ভারতের মহিলা হকি দলও কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৷ শনিবার তারা দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ৷
পুল-‘এ’র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে পরাজিত হয়েছিল ভারতের মহিলা হকি দল। চতুর্থ ম্যাচে অবশ্য আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। আর এ দিন বন্দনার অসাধারণ পারফরম্যান্সের হাত ধরে দ্বিতীয় জয় পেল ভারত।
টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি টিমের শুরুটা ভাল না হলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়েছে মহিলা হকি টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার ম্যাচের শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। এরপর যদিও সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ভারতীয় দল।
আরও পড়ুন: টোকিও অলিম্পিকের মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভারতের কমলপ্রীত
শনিবার দুরন্ত ছন্দে ছিলেন বন্দনা। তাঁর লড়াই যেন স্বব্ধ করে দেয় দক্ষিণ আফ্রিকাকে। একাই তিন গোল করেছেন বন্দনা কাটারিয়া। প্রথম কোয়ার্টারেই ৪ মিনিটের মাথায় বন্দনার গোলে ১-০ এগিয়ে যায় ভারত। কিন্তু প্রথম কোয়ার্টারেই গোলশোধ করে দেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় কোয়ার্টারেও একই ঘটনার পুনরাবৃত্তি। বন্দনা ভারতকে এগিয়ে দেওয়ার পরেই দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ফের সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত ফের এগিয়ে যায়। রানি রামপালের অসাধারণ পাস থেকে গোল করেন নেহা। গোল করেন ১৬ নম্বর জার্সিধারী বন্দনা কাটারিয়া। কিন্তু ফের গোলশোধ করে দক্ষিণ আফ্রিকা। ৩-৩ হয়ে যাওয়ার পরে তৃতীয় কোয়ার্টারেই রানি রামপাল একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। তবে বন্দনার দৌলতে এই গোল নষ্টের খেসারত ভারতকে দিতে হয়নি। চতুর্থ কোয়ার্টারে হ্যাটট্রিক করে ভারতকে জয় এনে দেন বন্দনা।
এই ম্যাচে হ্যাটট্রিক করেন বন্দনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি গোলের মধ্যে তিনটি গোলই করেন তিনি। বাকি একটি গোল করেন নেহা গয়াল। এই ম্যাচ জেতায় অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত।