ডেস্ক : অল্পের জন্য ইতিহাস অধরা থেকে গেল ভারতের। টোকিও অলিম্পিকে মহিলাদের গল্ফে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতে গলফার অদিতি অশোক।
এ দিন মহিলাদের গল্ফে চতুর্থ রাউন্ডের শেষে আমেরিকা, নিউজিল্যান্ড এবং জাপানের প্রতিদ্বন্দ্বীরা প্রথম তিনটে স্থান অধিকার করে নেন।
কারণ কী বৃষ্টি?
অদিতি প্রথম তিনটি রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানেই ছিলেন। ফাইনাল রাউন্ডেও নিজের পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু বারবার বৃষ্টির কারণে তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটছিল। সে কারণেই পদক হাতাছাড়া হল বলে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন।
১৮ বছর বয়েসে রিও অলিম্পিকে অভিষেক হয় বেঙ্গালুরুর অদিতির অশোকের। টোকিওতে এসে হাতছাড়া হল পদক। তবে আগামী দিনে গল্ফ নতুন নতুন সুযোগ তৈরি করবেন তিনি তা বলাই যায়।