কলকাতা: হকি বেঙ্গলের নতুন সভাপতির দায়িত্ব পেলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শনিবার হকি বেঙ্গলের রাজ্যসভায় তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে, প্রায় ১২ বছর ধরে এই পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই, স্বপন বন্দ্যোপাধ্যায়, যিনি বাবুন নামে পরিচিত।
প্রাক্তন সভাপতির পদ থেকে সরানো নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বাবুন-ঘনিষ্ঠ মহল মনে করছেন, তাঁর নেতৃত্বে হকি খেলার প্রসারে যে কাজ হয়েছে, তা সত্ত্বেও তাঁকে সরানোর পেছনে অজানা কারণ থাকতে পারে। তবে বাবুন নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
হকি বেঙ্গলের একটি সূত্র জানিয়েছে, বাবুনকে সরানোর মূল কারণ ‘কুলিং অফ পিরিয়ড’। সভাপতি হিসেবে টানা ১২ বছর থাকার পর সংগঠনের নিয়ম অনুযায়ী তাঁকে বিরতিতে যেতে হয়েছে। তাই এবার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হলো।
নতুন সভাপতি সুজিত বসু দায়িত্ব গ্রহণ করে হকি খেলার প্রসার এবং উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।