১০ ম্যাচে ৬ পয়েন্ট! আইপিএল থেকে প্রায় বিদায় হয়ে গেল হায়দরাবাদের

শুক্রবার গুজরাতের কাছে ৩৮ রানে হেরে আইপিএল থেকে প্রায় বিদায় নিল হায়দরাবাদ।

আগে ব্যাট করে গুজরাত তুলেছিল ২২৪/৬। শুভমন (৭৬) এবং বাটলার (৬৪) অর্ধশতরান করেন। অল্পের জন্য অর্ধশতরান করতে পারেননি সুদর্শন (৪৮)।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের প্রথম তিন ব্যাটারের অবদান মোটে ১০৭। তা-ও যেখানে দলকে তাড়া করতে হত ২২৫ রান। স্বাভাবিক ভাবেই বাকিদের উপরে বাড়তি চাপ তৈরি হয়। সেই চাপ কাটিয়ে জিততেও পারল না হায়দরাবাদ।

১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল থেকে প্রায় বিদায় হয়ে গেল তাদের।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে